মাদ্রাসায় তিনটি ফান্ড আছে
- জেনারেল ফান্ড: এই ফান্ড দ্বারা শিক্ষক বেতনসহ মাদ্রাসার যাবতীয় অফিসিয়াল ব্যয় বহন করা হয়।
- লিল্লাহ ফান্ড: এই ফান্ড দ্বারা এতিম, গরিব ও অসহায়দের খাবারসহ যাবতীয় ব্যয় বহন করা হয়।
- কিতাব ফান্ড: এই ফান্ড দ্বারা কুতুব খানা ও মাদ্রাসার যাবতীয় ফতুয়া ও তাফসীরের কিতাব ক্রয় করা হয়।
অনুদান পাঠানোর নিয়ম
- আপনি চাইলে সরাসরি মাদ্রাসা অফিসে এসে দান করতে পারবেন। অথবা নিচে দেয়া বিকাশ নাম্বার বা মাদ্রাসার একাউন্ট নাম্বারে পাঠাতে পারবেন।
০১৭১২০৩৭২৬৩ (বিকাশ পার্সোনাল)
ব্যাংক একাউন্ট
- জামেয়া সিরাজুল উলুম ইব্রাহিমিয়া কওমি মাদ্রাসা (রতনপুর মাদ্রাসা) লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা
- আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড
- ভোলা শাখা।