জামি'আ সিরাজুল উলুম ইব্রাহিমিয়াজামি'আ সিরাজুল উলুম ইব্রাহিমিয়া
জামি'আ সিরাজুল উলুম ইব্রাহিমিয়া

জামি‘আর সংক্ষিপ্ত পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য

নাম ও অবস্থান
নামঃ-“জামি‘আ সিরাজুল উলুম ইব্রাহিমিয়া ও জালাল আহ্মাদ হাফিজিয়া (রতনপুর মাদ্রাসা)”
নামকরনঃ- মরহুম মাওঃ সিরাজুল হক সাহেব ও মরহুম ক্বারী ইব্রাহীম সাহেব এর নামানুসারে জামি‘আ সিরাজুল উলুম ইব্রাহিমিয়া ও আলহাজ্ব গোলাম মোস্তফা ফরাজী সাহেবের মরহুম পিতা জনাব জালাল আহ্মাদ সাহেবের নামানুসারে জালাল আহ্মাদ হাফিজিয়া মাদ্রাসা নামকরন করা হয়। দ্বীপ জেলা ভোলার পূর্বপ্রান্তে মেঘনা নদীর পশ্চিম তীরে সদর উপজেলাধীন ৭নং শিবপুর ইউনিয়নে উত্তর রতনপুর গ্রামে মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটির অবস্থান।

প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠাতা
১৩৫০ বাংলা, ১৯৪৩ ইংরেজী, ১৩৬৪ হিজরী মোতাবেক, যুগশ্রেষ্ঠ বুজুর্গ, মরহুম মাওঃ ছায়াদুল হক সাহেব (কলাকোপার হুজুর) ও মরহুম মাওঃ আব্দুল আজিজ সাহেব (বড় হুজুর) জামি‘আ সিরাজুল উলুম ইব্রাহিমিয়ার ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে স্থানীয় ব্যাক্তিবর্গের ভূমি দান ও অর্থায়নে দ্বীপ জেলায় প্রথম এই দ্বীনি প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। পরবর্তিতে ১৪০৭ বাংলা, ২০০০ ইংরেজী, ১৪২১ হিজরী মোতাবেক, শিবপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক, জনাব আলহাজ্ব গোলাম মোস্তফা ফরাজী সাহেব “জালাল আহমদ হাফিজিয়া মাদ্রাসা” প্রতিষ্ঠা করেন।

আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে “কুয়েত কমপ্লেক্স” এর প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব জাকির হোসেন সাহেব “মাসজিদে গানেম আল-ওছমান কুয়েত সংস্থা” -এর মাধ্যমে ২০১৭ ইং সালে আরবের দানবীরদের অর্থায়নে মাদ্রাসা মাসজিদ কমপ্লেক্স নান্দনিকভাবে প্রতিষ্ঠা করেন। পরবর্তিতে (ফেব্রæয়ারী‘২০১৮ ইং) তাঁর মাধ্যমেই মাদ্রাসার পাশেই একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মিত হয় ।

লক্ষ্য ও উদ্দেশ্য
জ্ঞান পিপাসু মুসলিম সন্তানদেরকে কুরআন ও হাদিছের খালেছ শিক্ষায় সু-শিক্ষিত করে পৃথিবীতে একদল যোগ্য, সংশয়হীন বলিষ্ঠ ঈমানদার ও নিষ্ঠাবান আবেদ, আল্লাহর প্রতিনিধি তৈরীর ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি যুগ ও সমাজের চাহিদা মোতাবেক বহুমূখী সেবা আঞ্জাম দেয়ার মাধ্যমে আল্লাহ তা‘য়ালার হুকুমকে সমুন্নত রাখার ও তার সন্তুষ্টি অর্জন করা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

শিক্ষা পদ্ধতি
দারুল উলুম দেওবন্দ তথা বেফাকুল মাদারিসিল আরাবিা বাংলাদেশ (ক্বওমী মাদ্রাসা জাতীয় শিক্ষা বোর্ড) ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এর সমন্বয়ে প্রণিত সিলেবাস।

শিক্ষাস্তর
কিরাআতুল কুরআন, নাজেরা, হিফজুল কুরআন, কিতাব বিভাগে মিশকাত (ফজিলত) পর্যন্ত। হিফজুল কুরআন ভি.আই.পি ও আন্তর্জাতিক শাখা। হাফেজ ছাত্রদের জন্য বিশেষ জামাত।

জামি‘আর পরিচালক
দীর্ঘ প্রায় এক যুগ পর্যন্ত জামি‘আর পরিচালনার দায়িত্বে আছেন দ্বীপজেলার পরিচিত ও বিচক্ষণ আলেম হযরত মাওলানা মুহা. মিজানুর রহমান সাহেব।

লোডিং হচ্ছে...