রমজানের পর পূর্ণ শাওয়াল মাস সকল বিভাগে ভর্তি চলবে। কিরাআতুল কুরআন বিভাগ, (শিশু, ১ম, ২য় ও ৩য় শ্রেণীতে ছাত্র ও ছাত্রী এবং ৪র্থ শ্রেণীতে শুধু ছাত্র) হিফজ বিভাগ, হিফজুল কুরআন ভি.আই.পি শাখা (কোটাভিত্তিক), কিতাব বিভাগ (জামাতে মিশকাত পর্যন্ত) এবং খুছুছী জামাত (শুধুমাত্র হাফেজ ছাত্রদের জন্য) আবাসিক/অনাবাসিক ভর্তি চলবে। বিশেষ বিবেচনায় কুরবানী পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ থাকবে।
ভর্তিচ্ছুক ছাত্রদের মাদ্রাসা অফিস থেকে ভর্তি দিকনির্দেশনা, ভর্তি ফরম, ছাত্রনীতিমালা, সিলেবাস, বছরের যে কোন সময় সংগ্রহ করা যাবে। কিতাব বিভাগের ছাত্রদের নাম্বারে ভিত্তিতে ইমদাদী খানার ব্যবস্থা এবং এতিম ছাত্রদের খোরাকী ফ্রিসহ যাবতীয় সুযোগ-সুবিধা এবং বোর্ড পরীক্ষায় মেধাস্থান অর্জনকারী ছাত্রদের মাসিক ভাতা প্রদান করা হয়।
বিঃদ্রঃ জানুয়ারী মাসে কিরাআতুল কুরআন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে এবং শিশু শ্রেণীতে বছরের যে কোন সময় ভর্তি হওয়ার সুযোগ আছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য মাদ্রাসা অফিসে যোগাযোগ করুন। মোবাইল : ০১৭৬৬ ৪৩৬৬১৪