
জামিয়া সিরাজুল উলুম ইব্রাহিমিয়া ও জালাল আহমদ হাফিজিয়া (রতনপুর মাদ্রাসা) এর উদ্যোগে,
আগামী ২০ ও ২১ ই অক্টোবর, রোজ – রবি ও সোমবার,
৮১ তম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
স্থান – রতনপুর মাদ্রাসা ময়দান, শিবপুর, ভোলা সদর ভোলা।
প্রথম দিনের আমন্ত্রিত মেহমান (২০ অক্টোবর – রবিবার)
. হাফেজ মাওলানা ইসমাইল বুখারী (কাশিয়ানী)
খতিবঃ বায়তুল মামুর জামে মসজিদ, মধ্য বাড্ডা, গুলশান ঢাকা।
. আলহাজ্ব মাওলানা আবুল হাসান বুখারী
খতিবঃ মসজিদে আক্বসা, গাজিপুরা, পটুয়াখালী।
. মুফতি মুসা কালিমুল্লাহ (নকিব)
খতিবঃ বায়তুত তাক্বওয়া জামে মসজিদ, ইসলামপুর, গাজীপুর সদর।
দিত্বীয় দিনের আমন্ত্রিত মেহমান (২১ অক্টোবর – সোমবার)
. আল্লামা শায়েখ হাসান জামিল দা.বা.
খতিব: বায়তুল মামুর জামে মসজিদ, সাইন্স ল্যাবরেটরি, ঢাকা।
. আলহাজ্ব মাওলানা মুফতি সফিউল্লাহ দা.বা.
প্রতিষ্ঠাতা পরিচালক: যিন্নুরাইন মাদ্রাসা, উত্তরা, ঢাকা।
. মাওলানা শিহাব উদ্দিন মনপুরি
প্রতিষ্ঠাতা পরিচালক: মাদ্রাসায় নূরে মদিনা, নোয়াখালী।
সভাপতিত্ব করবেন: মাওলানা মিজানুর রহমান আজাদী
মুহতামিম: অত্র মাদ্রাসা।
..
উক্ত মাহফিলে আপনারা সকলে আমন্ত্রিত।
অনুষ্ঠানের তথ্য
- অনুষ্ঠান শুরু: রবিবার, অক্টোবর ২০, ২০২৪ - বিকাল ০৪:০০ টা
- অনুষ্ঠান শেষ: সোমবার, অক্টোবর ২১, ২০২৪ - রাত ১১:০০ টা
- অনুষ্ঠানের ঠিকানা: রতনপুর মাদ্রাসা ময়দান।
- অবস্থা: সময় শেষ