জামি'আ সিরাজুল উলুম ইব্রাহিমিয়াজামি'আ সিরাজুল উলুম ইব্রাহিমিয়া
জামি'আ সিরাজুল উলুম ইব্রাহিমিয়া

শবে ক্বদরের রাত কিভাবে কাটাবেন জেনে নিন

জুন ০১, ২০১৯Uncategorized

ইবাদতে কাটান “শবে ক্বদর”

এ রাতের ফজিলত অনেক বেশি। আল্লাহ্ তায়ালা হাজার মাসের চেয়ে উত্তম বলে ঘোষনা দিয়েছেন। তাই এই রাত্র ইবাদতে কাটানোই উত্তম। আড্ডা দেয়া, ঘুরাঘুরি করা, ঘুমিয়ে থাকা বা অনর্থক কোন কাজে যেন এই রাত গত না হয়।

যে রমাজান শুরু হয়েছিল, এখন তা শেষের দিকে। এমন আরো রমাজান আমাদের জীবনে অতিবাহিত হয়েছে। বিগত সে রমাজান গুলোতে কি আমল করেছি তা ভেবে আমাদের অনুতপ্ত হওয়া উচিৎ। এতে হয়তো বাকি কয়েক দিনে কিছু করার সুযোগ হবে। বিশেষ করে আজ রাতে কিছু করার তৌফিক যেন আমাদের হয়। কেননা রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

“যে ব্যক্তি রমাজানে শবে ক্বদরের কল্যাণ থেকে বঞ্চিত হয় সে চিরবঞ্চিত ও পোড়া কপাল”

আল্লাহ্ পাক আমাদেরকে তার করুনা, মাগফিরাত ও মুহাব্বাতের চাদরে ঢেকে দিন “আমীন”

লোডিং হচ্ছে...