মুহতামিমের কথা
আস্সালামু আলাইকুম।
ছালামে মাছনুন বাদ আরজ এই যে, দ্বীপ জেলা ভোলার প্রাচীণতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উত্তর রতনপুর জামি‘আ সিরাজুল উলুম ইব্রাহিমিয়া মাদ্রাসা খানা ১৩৫০ বাংলা, ১৯৪৩ ইংরেজী, ১৩৬৪ হিজরী মোতাবেক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে অত্র মাদ্রাসায় বিশ্ব বিখ্যাত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নীতিমালায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সিলেবাস অনুযায়ী নূরাণী বিভাগ, কিতাব বিভাগ (মিশকাত জামাত পর্যন্ত) ও হাফেজ ছাত্রদেরকে দিয়ে একটি খুছুছি জামাত (সাখাফি নেছাবে মিযান জামাত সম্পন্ন) এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হিফজুল কুরআন বিভাগ, নাজেরা বিভাগ পরিচালিত হইতেছে। ২২ জন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা সুচারুরূপে শিক্ষা প্রদান করা হইতেছে। সকল বিভাগে মোট ছাত্র প্রায় পাঁচ শত। তন্মধ্যে এতিম ও গরীব ছাত্রদেরকে ফ্রি খানা, কিতাব পত্র ও চিকিৎসাসহ যাবতীয় সাহায্য করিয়া আসিতেছে।
অত্র প্রতিষ্ঠান দেশ-বিদেশের সকল মুসলিম ভাই ও বোনদের দু‘আ ও সার্বিক সহযোগিতা কামনা করছে।
বিনীত-
মুহা. মিজানুর রহমান আজাদী
মুহতামিম
জামি‘আ সিরাজুল উলুম ইব্রাহিমিয়া ও জালাল আহ্মদ হাফিজিয়া (রতনপুর মাদ্রাসা)
সাং- উত্তর রতনপুর, ইউনিয়নঃ- ৭নং শিবপুর, পোঃ রতনপুর বাজার,
উপজেলাঃ ভোলা সদর, জেলাঃ ভোলা-বাংলাদেশ।
মোবাইলঃ- ০১৭১২-০৩৭২৬৩