# ভর্তি শুরু
১৪৪০-৪১ হিজরী, ২০১৯-২০ ইংরেজী শিক্ষাবর্ষে সকল বিভাগে আগামী ১২ জুন ২০১৯ ইং বুধবার ভর্তি শুরু। প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.০০ পর্যন্ত ভর্তি চলবে। ভর্তি কার্যক্রম সমাপ্ত হবে ১৯ জুন মঙ্গলবার। বুধবার “ইনশাআল্লাহ” ইফতেতাহ হবে।
# বিভাগ সমূহ
♦ কিতাব বিভাগ
(উর্দু জামাত থেকে মিশকাত পর্যন্ত)
♦ হিফজুল কুরআন বিভাগ
(নাজেরা, হিফজ সাধারণ শাখা, হিফজ ভি.আই.পি. শাখা)
♦ ক্বিরাআতুল কুুুরআন বিভাগ
(শিশু শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত)
♦ খুছুছী জামাত
(শুধুমাত্র হাফেজ ছাত্রদের জন্য, এক বছরে উর্দু থেকে মিজান জামাত সমাপ্ত)
# ভর্তির সময় যা প্রয়োজন
শিক্ষার্থীর সাথে অবশ্বই অভিভাবক থাকতে হবে। জন্ম নিবন্ধন কার্ড/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, এতিমের ক্ষেত্রে চেয়ারম্যানের সত্যায়নপত্র, পূর্বের প্রতিষ্ঠানের ছাড়পত্র আনতে হবে। ভর্তি পরীক্ষায় উত্তির্ন হতে হবে। কিতাব বিভাগের ছাত্রদের খোরাকি ফ্রি।
বিস্তারিত জানতে ফোন করুন ০১৭১২ ০৩৭২৬৩ (মুহতামিম) ০১৭৬৬ ৪৩৬৬১৪ (অফিস)