জামি'আ সিরাজুল উলুম ইব্রাহিমিয়াজামি'আ সিরাজুল উলুম ইব্রাহিমিয়া

নামাজের গুরুত্ব ও মাহাত্ম্য‌ (পর্ব -১) ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত হওয়ার হিকমত

জুন ০২, ২০১৯Uncategorized

যখন প্রিয় নবী (স.) মিরাজে গমন করলেন। মহান আল্লাহ তায়ালা তাঁর উম্মতের জন্য ৫০ ওয়াক্ত নামাজ হাদিয়া হিসেবে প্রদান করলেন। অতপর নবী (স.) এর বার বার সুপারিশে ৪৫ ওয়াক্ত নামাজ কমিয়ে ৫ ওয়াক্ত বাকি রাখলেন। কিন্তু আল্লাহ্ তায়ালা উসুল বানিয়ে দিলেন “যে একটি নেকি করবে, তার প্রতিদান ১০ গুন দেয়া হবে” (সুরা আনআম-১৬০)

আল্লাহ্ তায়ালার দয়ার শান দেখুন, উম্মত পাঁচ ওয়াক্ত পড়বে তো ৫০ ওয়াক্তের ছাওয়াব পেয়ে যাবে।

৫০ থেকে আদায়ের বেলায় নুকতা উঠিয়ে দিয়ে ৫ বানিয়ে দিলেন, কিন্তু প্রতিদানে ঠিকই পাঁচের সাথে নুকতা দিয়ে ৫০ বানিয়ে দিলেন।

উর্দুতে একটি প্রবাদ বাক্য প্রচলিত আছে, দানশীল ব্যক্তিকে বলা হয় “লোকটি নুকতা নাওয়াজি”। সম্ভবত এই পরিভাষা থেকেই নেয়া হয়েছে।

যদি ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করা হতো, হাজারে একজন নামাজী পাওয়া মুশকিল ছিল। আল্লাহ্ পাকের দয়ায় ৫ ওয়াক্তের মাধ্যমে ৫০ ওয়াক্তের বোঝা হালকা করে দিলেন।

(……..চলবে)