জামি'আ সিরাজুল উলুম ইব্রাহিমিয়াজামি'আ সিরাজুল উলুম ইব্রাহিমিয়া
জামি'আ সিরাজুল উলুম ইব্রাহিমিয়া

নামাজের গুরুত্ব ও মাহাত্ম্য (পর্ব -২) নামাজে খুশু-খুজু

অক্টোবর ১১, ২০১৯Uncategorized

সুরা মুমিনুন এর শুরুতে আল্লাহ তাআলা মুমিনের প্রথম গুনটি বর্ণনা করেছেন, সফলতা লাভ কারি মুমিন বান্দা তারা যারা স্বীয় নামাজে খুশু অবলম্বন করে। মুমিনের সব কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নামাজ আদায় করা। এজন্যই এখানে আল্লাহ তাআলা মুমিনের গুণাবলীর মধ্যে সর্বপ্রথম নামাজে খুশু এর উল্লেখ করেছেন। সাধারণভাবে দুটি শব্দ নামাজের গুণাবলীর ব্যাপারে বলা হয়। একটি হলো খুজু, অপরটি হল খুশু। খুযু এর অর্থ মানুষ তার বাহ্যিক অঙ্গগুলোকে আল্লাহ তায়ালার সামনে ঝুঁকিয়ে দেয়া। আর খুশু- অর্থ হলো মানুষ তার হৃদয় কে আল্লাহ তাআলার দিকে ঝুঁকিয়ে দেয়া। নামাজে এই উভয় বস্তুই কাম্য। অর্থাৎ নামাজে খুশু চাই, খুজু ও চাই।

লোডিং হচ্ছে...